Message of Chairman

Text size A A A
Color C C C C

Chairman Sirসাভার মডেল কলেজ ঢাকা জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি রচিত হয়েছে বহু মানুষের ত্যাগ শ্রম আর মেধায়। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ প্রতিষ্ঠান উত্তরোত্তর শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সাভার মডেল কলেজের মূলমন্ত্র হচ্ছে- ‘আমরা মডেল কলেজে পড়ব, ফুল হয়ে ফুটব, এদেশকে গড়ব।’

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকমণ্ডলীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা বিবেচনা করেই সাভার মডেল কলেজে সুযোগ্য শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে পাঠ্যকার্যক্রম পরিচালনায় কর্তৃপক্ষ অত্যন্ত যত্নবান। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থীকে জীবনোপযোগী সুশিক্ষিত ও স্বশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলা। এ অঙ্গীকার পুরনে আমরা অবিচল। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে একাডেমিক এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরিচর্যায় এক উৎকৃষ্ট কেন্দ্র সাভার মডেল কলেজ সব সময় দেশ গড়ার নতুন নেতৃত্ব তৈরির কাজে অগ্রসরমাণ থাকবে।

আমি কলেজ স্টাফ, শিক্ষার্থী ও কলেজের অব্যাহত সাফল্য কামনা করছি। আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা সফল করুন। আমিন।

ধন্যবাদ,
অধ্যাপক ড. মোঃ আব্দুল হাই
সভাপতি (গভর্নিং বডি)
সাভার মডেল কলেজ
সাভার, ঢাকা।